গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপপরিচালকের কার্যালয়
মহিলা বিষয়ক অধিদপ্তর, নোয়াখালী
সিটিজেন চার্টার
ভিশন : জেন্ডার সমতা আনয়নে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন
মিশন : নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ক্ষমতায়ন ও উন্নয়ন
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব, উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, নোয়াখালী থেকে প্রদেয় সেবা ও কর্মসূচি সমূহের বিবরণ :
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদনপত্র ফরম প্রাপ্তির স্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
---|---|---|---|---|---|---|---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
|
দরিদ্র ও দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ |
জিও জারীর তারিখ হতে পরবর্তী 3 (তিন) মাস পর্যন্ত |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জিও’র আদেশে নির্ধারিত শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজ পত্র সরবরাহের পর সেলাই মেশিন বিতরণ করা হয় |
সংসদীয় আসনের নির্বাচিত মাননীয় সাংসদের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করতে হয় |
বিনামূল্যে |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং মৌমিতা পাল ষ্টোর কিপার কাম বিক্রয় সহকারী(অ.দা.) জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01718-549464
|
উপপরিচালক জেলা কোড- 3800 ফোন: 0321-61690 মোবাইল : 01716-768090 ই-মেইল: dwanoakhali2013@gmail.com |
2. |
বৃত্তিমূলক প্রশিক্ষণ |
03 (তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ |
জাতীয় পরিচপত্রের কপি, পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি |
বিজ্ঞপ্তি স্থানীয়ভাবে বিভিন্ন সরকারী দপ্তরের নোটিশবোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম সরবরাহ করা হয় |
বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয় |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং শিরীন আক্তার ট্রেড প্র্র্র্রশিক্ষক ফোন: 0321-61690 মোবাইল: 01846-137703 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
3. |
দু:স্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি |
24 মাস খাদ্যশস্য বিতরণ ও প্রশিক্ষণ দেয়া হয় |
ভিজিডি কর্মসূচি’র আওতায় প্রতি 02 (দুই) বৎসর বা 24 মাস মেয়াদী ভিজিডি চক্রে নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয় ইউনিয়ন ভিজিডি বাছাই কমিটি ও উপজেলা ভিজিডি কমিটির মাধ্যমে দারিদ্র চিহ্নিতকরণ ম্যাপ (VAM) অনুযায়ী অতিদরিদ্র মহিলাদের ভিজিডি কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হয় উপজেলা পর্যায়ে ভিজিডি কর্মসূচি’র সার্বিক বাস্তবায়ন ও ব্যবস্থাপনা উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে (সদর উপজেলায় প্রোগ্রাম অফিসারের মাধ্যমে) পরিচালিত হয়। ভিজিডি উপকারভোগী বাছাই/নির্বাচবনে নীতিমালা ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করা হয় |
NID, ছবি, আবেদন ফরম। আবেদন ফরম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে |
বিনামূল্যে সেবা প্রদান করা হয় |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং মো: আলাউদ্দিন ভুইয়া হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মোবাইল: 01818-876485 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
4. |
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি |
৩৬ মাস ভাতা ও প্রশিক্ষণ দেয়া হয় |
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় প্রতি বছর বা ৩৬ মাস মেয়াদী চক্রে সকল উপজেলায় নির্বাচিত দরিদ্র গর্ভবতী মহিলাদের ভাতা প্রদান করা হয়। ভাতাভোগী মহিলাদের শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোসহ উন্নত পুষ্টিকর খাদ্য গ্রহণ ও জীবন যাত্রার মান উন্নয়নের জন্য নির্বাচিত এনজিও/ সিবিও’র মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ইউনিয়ন পর্যায়ে মাতৃত্বকাল ভাতা কমিটি ও উপজেলা মাতৃত্বকাল ভাতা কমিটির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় |
NID, ছবি, আবেদন ফরমে চাহিত অন্যান্য সংযুক্তি। আবেদন ফরম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে |
বিনামূল্যে সেবা প্রদান করা হয় |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
5. |
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি |
৩৬ মাস ভাতা ও প্রশিক্ষণ দেয়া হয় |
নীতিমালা অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সরকার কর্তৃক প্রতি অর্থ বছরের বাজেটে উপকারভোগীদের কার্ড সংখ্যা ও ভাতার হার নির্ধারণ করা হয় কার্ড সংখ্যা জেলাধীন উপজেলা পর্যায়ের পৌরসভার জন্য বিভাজন করা হয়
|
NID, ছবি, আবেদন ফরমে চাহিত অন্যান্য সংযুক্তি। আবেদন ফরম সংশ্লিষ্ট পৌরসভা, জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে |
বিনামূল্যে সেবা প্রদান করা হয় |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং মো: আলী মিয়া ষ্টোর কিপার কাম বিক্রয় সহকারী জেলা কোড- 3800 ফোন: 0321-61690 মোবাইল : 01956-535373
|
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
6. |
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম |
ব্যাংক স্থিতি ও বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সুবিধাজনক সময়ে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে |
NID, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, ওয়ার্ড মেম্বার/কাউন্সিলরের প্রত্যায়ন, নন্-জুডিশিয়াল ষ্ট্যাম্প।
|
আবেদন ফরম জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে পাওয়া যায়। |
আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়। 3 কপি ছবি-100/- ষ্ট্যাম্প ক্রয়- 350/- মোট- 450/- |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং মো: আলাউদ্দিন ভুইয়া হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার জেলা কোড- 3800 ফোন: 0321-61690 মোবাইল : 01818-876485 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
7. |
শিশু দিবাযত্ন কেন্দ্র |
আসন খালি সাপেক্ষে আবেদনের সাথে সাথেই ডে-কেয়ার সেন্টারে শিশু ভর্তি করা হয়। সরকারী কর্ম দিবসে সকাল ৮.৩০ ঘটিকা হতে বিকাল ৫.৩০ ঘটিকা পর্যন্ত শিশুদের সেবা প্রদান করা হয় |
শিশুর জন্ম সনদের সত্যায়িত কপি, শিশুর পিতা-মাতা প্রত্যেকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নোয়াখালী |
বিনামূল্যে সেবা প্রদান করা হয়। |
ডে-কেয়ার ইনচার্জ ফোন : 0321-61690 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
8. |
তথ্য অধিকার আইন 2009 |
আবেদন প্রাপ্তির দিন হতে অনধিক 30 কার্যদিবস |
তথ্য প্রদান ইউনিট |
আবেদন ফরম জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
সরবরাহ করতে যে খরচ হয় তা বহন করতে হবে আবেদনকারীকে |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
9. |
নারী নির্যাতন প্রতিরোধ সেল |
নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ গ্রহণের পর বিবাদীপক্ষকে হাজির করার জন্য 3টি সাধারণ নোটিশ, ১টি রেজি: নোটিশ এবং সংশ্লিষ্ট থানায় 3 টি নোটিশ প্রদান করা হয়। প্রতি নোটিশ জারীর জন্য সময়সীমা কমপক্ষে 15 কার্যদিবস। |
কাবিননামা, পূর্বে সালিশের কাগজের কপি, সাধারণ ডাইরীর কপি, সাক্ষীদের NID কার্ডের কপি এবং অন্যান্য কাগজপত্র |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদন ফরম পাওয়া যায় |
বিনামূল্যে সেবা প্রদান করা হয় |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোবাইল: 01819-995604 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
10. |
দু:স্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল |
আবেদনের প্রেক্ষিতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ৬ মাসের মধ্যে সহায়তা প্রদান করা হয় |
NID কার্ডের কপি এবং কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদন ফরম পাওয়া যায় |
বিনামূল্যে সেবা প্রদান করা হয় |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোবাইল: 01819-995604 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
11. |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন |
নিবন্ধনের শর্ত পূরণ সাপেক্ষে আবেদন প্রাপ্তির দিনের মধ্যে নিবন্ধন। |
নিবন্ধনের জন্য সংগ্রহ পূর্বক সেই মোতাবেক সংযুক্তি দাখিল করতে হবে |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ‘ক’ ফরম পাওয়া যায় |
নিবন্ধন ফি- 3,000/- টাকা |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 এবং জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোবাইল: 01819-995604 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |
12. |
বাল্য-বিবাহ প্রতিরোধ |
আবেদনের সাথে সাথে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয় |
আবেদনকারীর স্ব-হস্তে লিখিত আবেদন দাখিল করতে হবে মোবাইল নং সহ (আবেদনকারীর তথ্য গোপন রাখা হয়) |
আবেদনপত্রে আবেদনকারীর বাল্য-বিবাহের শিকার শিশুর পূর্ণাংগ ঠিকানাসহ আবেদন করতে হবে |
বিনামূল্যে সেবা প্রদান করা হয়। |
প্রোগ্রাম অফিসার ফোন: 0321-61690 মোবাইল: 01675678857 |
উপপরিচালক জেলা কোড- 7500 ফোন: 0321-61690 মোবাইল : 01815-476799 |